যশোর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশ বরেণ্য আলেম, ইসলামি ব্যক্তিত, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোন স্থাপনা নির্মাণের মাধ্যমে অমর হতে চাইলে, মসজিদ নির্মাণের বিকল্প নেই। মুসলমানদের সমাজের একটি অপরিহার্য ইমারত ও প্রতিষ্ঠান হলো মসজিদ। মসজিদ হলো এমন একটি স্থাপনা যে উদ্দেশ্যে এটি নির্মিত হয় সেই উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়। আল্লাহ তায়লা শত শত বছর ধরে মুসলমানদের স্থাপনা মসজিদ টিকিয়ে রাখেন। তিনি মসজিদ নির্মাণে সকলকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ মিজানুর রহমান খান, মসজিদের সভাপতি কাজী আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান খান, খতিব মাওলানা আখতারুজ্জামান প্রমুখ। পরে মসজিদের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ মিজানুর রহমান খান জানান, পার্কিংসহ ছয়তলা বিশিষ্ট মসজিদে পুরুষ এবং মহিলাদের পৃথক নামাজের জায়গা থাকবে। মসজিদটির পুনঃনির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২২ কোটি টাকা। তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার টার্গেট নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য ১৯৬৩ সালে উপশহর ডি-ব্লকে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।