বিশ্বকাপের আগে নিজেদের শক্তি জানান দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে দারুণ এক জয় তুলে নিয়ে মেয়েরা গড়ল নতুন ইতিহাস। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, যা নারী ক্রিকেটে যে কোনো পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
কুয়ালালামপুরে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান তোলে। রান তাড়া করতে নেমে শেষ বলে ১ রান দরকার ছিল বাংলাদেশের। তবে নিশিতা আক্তারের রানআউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা ওভারে সাদিয়া আক্তারের ৩ বলে ৮ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ১১ রান। সাদিয়া চতুর্থ বলে হাঁকান একটি ছক্কা। জবাবে ইংল্যান্ড ৯ রান তুলতে সক্ষম হয়। পেসার হাবিবা আক্তার নিজের নির্ভুল বোলিংয়ে শেষ বলে ৪ রানের প্রয়োজনীয়তা ঠেকিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান।
মূল ম্যাচেও উজ্জ্বল ছিলেন সাদিয়া আক্তার। ১৭ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলার পাশাপাশি আনিসা আক্তার ৩ উইকেট শিকার করেন।
আগামী ১৮ জানুয়ারি শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সুমাইয়া আক্তারের নেতৃত্বে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ জেতা ও এই ঐতিহাসিক জয় বাংলাদেশকে বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন দেখার পালা, মূল টুর্নামেন্টে কেমন করে সুমাইয়ারা।
0 Comments