যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রসীরা সমাজে এখনো ঘাপটি মেরে আছে। প্রশাসন তাদের কিছুই বলছে না। প্রশাসনের এ নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসীরা ঝটিকা মিছিল করার সুযোগ পাচ্ছে।
বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে নগর বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হওয়া সম্ভব না। আমাদের লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতারা নির্বাচিত হোক যাতে দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে। নির্বাচনের লক্ষ্যে অবিচল থেকে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেুত, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি প্রমুখ।
0 Comments