যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম রিয়াদ একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও বিগত সরকারের সময় হত্যাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিট থেকে নিজেদের নাম প্রত্যাহার করিয়েছে। যে কারণে বিগত ১০ বছর ধরে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। রিয়াদের পিতা সন্তান হত্যার বিচার না দেখেই মারা গেছেন। আর তার মা এখনো বিচারের প্রতীক্ষায় রয়েছেন।
এসময় তারা আরো জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তির পথ সগম হয়েছে। এজন্য শিক্ষার্থী রিয়াদ হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম রিয়াদ একজন রাজনৈতিক সচেতন শিক্ষার্থী ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও বিগত সরকারের সময় হত্যাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। অনেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার চার্জশিট থেকে নিজেদের নাম প্রত্যাহার করিয়েছে। যে কারণে বিগত ১০ বছর ধরে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। রিয়াদের পিতা সন্তান হত্যার বিচার না দেখেই মারা গেছেন। আর তার মা এখনো বিচারের প্রতীক্ষায় রয়েছেন।
এসময় তারা আরো জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তির পথ সগম হয়েছে। এজন্য শিক্ষার্থী রিয়াদ হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
0 Comments